স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া পাকা বাড়ী পাচ্ছে লালমনিরহাট জেলার ৯৭৮টি ভুমিহীন পরিবার। এর বাইরেও ধরলা আর তিস্তা নদী বেষ্টিত এই জেলায় ৪৯.৭২ একর জমিও পাচ্ছে এসব পরিবার।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক আবু জাফর।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না – প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়ন করতে আশ্রয়ণ প্রকল্প -২ গ্রহন করা হয়। এ প্রকল্পের আওতায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ জেলায় প্রথম পর্যয়ে ৪৯.৭২ একর জমিসহ পাকা ঘর পাচ্ছেন জেলার ৯৭৮টি ভুমিহীন পরিবার।
জরিপের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা প্রনয়ন করা হয়েছে। জরিপ অনুযায়ী জেলায় ক ও খ শ্রেণিভুক্ত ভুমিহীন পরিবারের সংখ্যা ১২ হাজারের উপরে। এর মধ্যে ক শ্রেণিভুক্তি গৃহহীন ও ভুমিহীন পরিবার ৫হাজার ৫১৮টি। এদের মধ্যে প্রথম পর্যয়ে ৯৭৮টি পরিবারের জন্য ৪৯.৭২ একর খাস জমিতে গৃহ নির্মাণ করে প্রস্তুত করা হয়েছে।
তিনি জানান, ছোট-খাট সমস্যার কারনে কিছু কাজ বাকী রয়েছে। যা এরই মধ্যে শেষ করা হবে। আগামী শনিবার ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।