কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ
দেশ উন্নয়ন ছাত্র সংগঠন নামে মানব সেবী ও সামাজিক সংগঠন এর উদ্যোগে কোন্ডা ইউনিয়নের ইস্টান বাজার এলাকায় প্রায় ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। কোন্ডা ৯নং ওয়ার্ড মেম্বার কাজী ইকবাল আহমেদ নিবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, ডাঃ মোঃ হাবিবুর রহমান, মাহাবুব রাহমান(আজীবন দাতা- সদস্য, দেশ উন্নয়ন সংগঠন)- ঢাকা জেলা ছাত্রলীগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দেশ উন্নয়ন সংগঠন সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন.দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১৮নং বিট ইনচার্জ এস আই মোঃআবুল বাশার মোল্লা , পিয়ারে মোহাম্মদ, মোহাম্মদ পানাউল্লাহসহ দেশ উন্নয়ন সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে একশত পঞ্চাশ জন হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।