এসময় তিনি আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীরা বৈষম্য দূর না করে দেশকে খাদের কিণারে নিয়ে গেছে। বৈষম্য দূর করার নামে মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা শ্রেণি ক্ষমতায় আসতে বদ্ধ পরিকর হয়ে কাজ করছে, যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
এসময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য শাহীনূর বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সক্রিয় রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে গত ১২ বছর অন্যায়-অপরাধ-দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবি। তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ, যশোর, নড়াইল, শরীয়তপুর, ফরিদপুর, সাতক্ষিরা ও নারায়ণগঞ্জে জেলা-উপজেলা কমিটির শাখা কার্যালয় উদ্বোধন কার্যক্রম পরিচালনা নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করেছে গত ৭ দিনে।