দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং নারীদের নিরাপত্তার সহ মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার বাহিরগোলা মোড় শহীদ নুর হোসেন চত্বরে ও বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে ছাত্র জনতার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তারা আরও বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করবে বলে ঘোষণা দেন।