‘জাগো বাহে, তিস্তা বাচাঁও’ এই শ্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে আগামি ১৭ ও ১৮ ফেব্রুয়ারী উত্তরের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে তিস্তা নদীর পাড়ে একযোগ ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতুর হরিপুর পয়েন্টে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষ আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. আহসান হাবিব দুলু।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, ডাক্তার মো. জিয়াউল ইসলাম জিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুন, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন প্রমূখ।
বক্তাগণ তিস্তা বাচাঁও আন্দোলনের আগামি দিনে কর্মসুচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও পনেরটি ইউনিয়নের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।