বিনোদন প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন হয়েছে এই দেশ। পৃথিবী চিনেছে বীর বাঙালির বাংলাদেশকে। সেই মহান ব্যক্তি তাই মিশে আছেন বাংলার আকাশে-বাতাসে।
গত ১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এই বিজয়ের দিনে খুব বেশি মনে পড়ে যায় বঙ্গবন্ধুর কথা। তার স্বাধীনতার ঘোষণা কিংবা মুক্তিযুদ্ধের আহ্বানের কথা।
তাই বঙ্গবন্ধুর স্মরণে বিজয়ের দিনে একটি গান উপহার দিয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী সুমন খানা রানা। তিনি গাইলেন ‘বঙ্গবন্ধু আমার অহংকার’ শীর্ষক একটি গান। যেটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
এ গানের কথা লিখেছেন ও সুর করেছেন সুমন খান রানা নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। গানের ভিডিওতে শিল্পী রূপে অংশ নিয়েছেন সুমন খান রানা। আর বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি দেখা গেছে প্রাসঙ্গিকভাবে।