নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি◊◊
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ২ ঘটিকায় নান্দাইল উপজেলার চৌরাস্তা বাজারে মামুন বিন আব্দুল মান্নান সাংবাদিকদের নিয়ে একমত বিনিময় সভা করেন।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাজনৈতিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের হাই কমান্ড থেকে ময়মনসিংহ ৯ নান্দাইল আসন থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে হিসেবে মনোনয়ন দিলে এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে শিক্ষা,স্বাস্থ্য ,যোগাযোগ ও দুর্নীতিমুক্ত আধুনিক নান্দাইল হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।
এ সময় নান্দাইলের সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, আলম ফরাজী, রফিকুল ইসলাম খোকন ও আমিনুল হক বুলবুল সহ ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।