শেরপুর ঝিনাইগাতী ভয়েস অব ঝিনাইগাতী নামের এক অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী,সামাজিক, শিক্ষামূলক সংগঠনের উদ্যোগে উষ্ণতার ছোঁয়া পেলো ৫’শত হত-দরিদ্র শীতার্ত পরিবার।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ভয়েস অব ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান প্রমুখ।
রিচার্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক গ্রেট ফার্মার ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতা ৫শত হত-দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্টার পরে থেকে নানা ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।