উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মাসুদ হোসেন বলেন, আজ থেকে ১৪ বছর আগে ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী দিনহাটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষ ফেলানীকে পাখির মত গুলি করে হত্যা করে।
এ ব্যাপারে আমি সরকারের প্রতি আহ্বান জানাই সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের করার লক্ষ্যে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে। আমি আশা রাখি সরকার অবশ্যই ফেলানি হত্যা সহ সীমান্তের সকল হত্যার ন্যায়বিচার পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক ও মোমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশের সভাপতি আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উপদেষ্টা হারুনুর রশিদ খান, জাতীয় শক্তির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম, বাংলাদেশ জনজোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী, ইউনাইটেড লেবার দলের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, উন্নয়ন পার্টির চেয়ারম্যান খন্দকার মুখলেসুর রহমান, বাংলাদেশ মুসলিম সমাজের মহানগর দক্ষিণের আহবায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, নারী নেত্রী রেশমা আক্তার, ছাত্রনেতা মোহাম্মদ রাকিব সিদ্দিকী জিহাদর প্রমুখ।