ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এখানে উপস্থিত হয়েছি। আমরা বৈষম্যে বিশ্বাস করি না, কে কালো কে সাদা? আগামীদিনে আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে আমাদের পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। দিনাজপুরের ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে উপজেলার সকল খ্রীস্ট ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা, আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় ৭৬ টি চার্চের সভাপতি- সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন ডাঃ জাহিদ।
মতবিনিময় সভায়, জেলা বিএনপির সহ সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আবু সাইদ মিয়া সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু সহ এবং উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতা-কর্মীবৃন্দ সহ সকল ধর্মের মানুষেরা উপস্থিত ছিলেন।