গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া মহল্লার আয়াত মিয়া (১৪ মাস) নামের এক শিশু বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেয়ে মঙ্গলবার নিজ বাড়ির আঙিনায়। আয়াত মিয়া ওই মহল্লার সাদিক সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আয়াত মিয়ার মা আমেনা বেগম কাপড় ধোঁয়ার জন্য গোসলের বালতিতে পানি রেখে বাড়ির বাইরে যায়। এরই ফাঁকে ওই শিশু বালতির পানির মধ্যে উপর হয়ে পড়ে যায়। মা আমেনা বেগম বাড়িতে এসে দেখে তার ছেলে বালতির পানিতে পড়ে রয়েছে। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক বলেন বালতির পানিতে নাক-মুখ ডুবে গিয়ে শ্বাস বন্ধ হয়ে বাড়িতে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারের মধ্যে চলতে শোকের মাতন।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।