কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
কেরানীগঞ্জ দক্ষিণ থানার উদ্যোগে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ব দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের, ইকুরিয়া বাজার, এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হাজি মোঃ ওহেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কাইয়ূম ভান্ডাড়ী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক শাহাদাৎ হোসেন । মাদক বিরোধী উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যদেন, ইকুরিয়া হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ আলমগীর হোসেন শরীফ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট রাশেদা খানম মিনু,
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মো জহিরুল হক জহির , সাবেক ছাত্রলীগ নেতা হাজি মোঃ সালাউদ্দিন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান সেলিম, শুভাঢ্যা ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য শবনম আক্তার, রেখা আক্তার,(শুভাঢ্যা ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক)সহ দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এ মাদক বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। মাদক বিরোধী এ উঠান বৈঠক প্রায় ১ হাজার লোক সমবেত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশিং সেবা জনগনের মাঝে পৌঁছে দেয়ার জন্য আপনাদের কাছে এসেছি। মাদক দেশের শত্রু, জনগণের শত্রু। মাদক সেবিদের রক্ষা নেই, আমার দক্ষিণ থানার জনগনের জানমালের নিরাপত্তায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক সেবির স্থান পাবে না। তিনি হুশিয়ারি উচ্চরন করে বলেন, যার যার এলাকায় মাদক সেবি, মাদক বিক্রেতা আছে তাদের লিষ্ট করে আমাকে দিন, আইনের আওতায় এনে তাদের মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়ে সুন্দর জীবন ফিরে দিব। আপনার সন্তানের দায়িত্ব আপনি নিশ্চিত করুন। আর প্রতি বাড়ির মালিক তার ভাড়াটিয়ার তথ্য নিশ্চিত করুন। থানায় তথ্য ফরম আছে সেখান থেকে ফরম সংগ্রহ করে আমাদের সহযোগিতা করুন।
তিনি কোন ঘুষ ছাড়া জিডি, অভিযোগ, মামলাসহ পুলিশিং সেবা নিতে সাধারণ জনগণকে উদাত্ত আহ্বান জানান।