পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাপায় শামসুল হক (৬৫) নামে এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতু সংলগ্ন এশিয়ান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শামসুল হক পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকার মৃত কসিম উদ্দীনের ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জে অবস্থিত কেএসবি নামক একটি ইটের ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় ভাটার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য কালীগঞ্জ থেকে ডোমারে উদ্দেশে বাই সাইকেলে করে রওনা দেন শামসুল হক। তিনি দেবীগঞ্জের করতোয়া সেতু সংলগ্ন এশিয়ান মহাসড়কে পৌঁছালে পঞ্চগড় থেকে যশোর গামী বালুভর্তি একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তার বাম পা পুরোটা থেতলে যায়।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দেবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।