পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ এর প্রামানিক পাড়ার বাসায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় নেতা পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ইমরান আল আমিন, পঞ্চগড় জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড এম এ হান্নান, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড হাসান আলী, সাধারণ সম্পাদক কমরেড হরেন্দ্র নাথ বর্মন, বোদা উপজেলা কমিটির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলু, সাবেক ক্ষেতমজুর নেতা মুর্তুজা আলী, বোদা উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ওসমান গনি, দেবীগঞ্জ উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
স্মরণসভাটি পরিচালনা করেন বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দিন মানিক।
উল্লেখ্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক সদস্য মোহাম্মদ ফরহাদ। তিনি ১৯৮৭ সালের ৯ অক্টোবর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে রাশিয়ায় (মস্কো) মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মিক চলে যাওয়ায় নিভে যায় বাংলাদেশের এক উজ্জ্বল রাজনৈতিক জ্যোতিষ্ক।
Tags: পঞ্চগড়