কুয়েল ইসলাম সিহাত♦♦
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন এলাকায় শহীদ হওয়া পঞ্চগড় জেলার ৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বৃষ্টি উপেক্ষা করে জেলা সদরসহ বোদা ও দেবীগঞ্জ উপজেলায় শহীদদের বাড়ীতে গিয়ে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে ফলের ঝুড়ি তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী।
একই সময় শহীদ পরিবারগুলোর খোঁজখবরসহ কুশল বিনিময় করে পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে যোগ্যতাভিত্তিক চাকরীর ব্যবস্থা, চিকিৎসাসহ সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তুরাব হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মখলেছুর রহমান সান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভুত্থানে গত ৫ আগস্ট শহীদ হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান, ১৯ জুলাই বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ছায়েদ, ৫ আগস্ট একই উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুল ইসলাম এবং ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।
Tags: বৈষম্যবিরোধী