নিজস্ব প্রতিবেদক♦♦
৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাপ সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের মূল ভিত্তি র উপর আঘাত করার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সেই সাথে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা। ইতিমধ্যেই স্বৈরাচারী শাসক গোষ্ঠী এই সংবিধানে জনবিরোধী অনেক সংশোধনী এনেছে। জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটে । এই অভ্যুত্থানের অর্জন কে পুজি করে একটি গোষ্ঠী দেশে তালেবানি শাসন কায়েম করতে চায় । তার অংশ হিসেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রস্তাব দেওয়ার মতো ধৃষ্টতা প্রদর্শন করেছে ।
৫ দলীয় বাম জোট এই অপশক্তিকে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে । সেই সাথে যাদের আশ্রয় ও প্রশ্রয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রস্তাব দেওয়ার মতো ধৃষ্টতা প্রদর্শন করেছে তাঁদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে ।
Tags: সংবিধানের