সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আছিয়া বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে। আছিয়া ওই গ্রামের কলা ব্যবসায়ী ফয়জার রহমানের স্ত্রী।
পরিবারিকভাবে জানা গেছে, ঝুলানো বিদ্যুতের তার বিছিন্ন হয়ে টিনের বেড়ার সাথে লেগে বিদ্যুতায়িত হয়। আছিয়া অজান্তে নিজ শয়ন ঘরে ওষুধ খেতে গিয়ে টিনের বেড়া স্পর্শ কর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপমৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোর্ট করে।
থানার ওসি মো. মাহবুব আলম বলেন, এনিয়ে ইউডি মামলা হয়েছে।
Tags: সুন্দরগঞ্জ