বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় বোদা বাইপাস এশিয়ান সড়কে শো-রুমের বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বোদা বাজারে একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
গতকাল সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে এ হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন আওয়ামী লীগের নেতারা। বেশিরভাগ নেতাই আত্মগোপনে আছেন।
সাদ্দাম ছাড়াও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও পঞ্চগড় আদালতের পিপি আমিনুর রহমােনর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, বোদা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা অমিয় আল অমির বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। বোদা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আজাহার আলীর দু’টি শো-রুম ভাঙচুরসহ মোটরসাইকেলের শো’ রুমের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। এছাড়াও পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও বোদা নগর কুমারী হাটের ইজারাদার আব্দুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান চাউলের গোডাউন লুটপাট করে দুর্বৃত্তরা। ঐ দিন বিকেলে পঞ্চগড় জেলা শহরের অদূরে আহম্মদনগর ও শালশিরী এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) উপর হামলা করে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এদিকে তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের গাড়ি পুড়িয়ে দেওয়াসহ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধ জনতা যাদের উপর ক্ষোভ রয়েছে তাদের বাড়িতেই নির্বিচারে হামলা করছেন।
তবে এমন হামলা সমর্থন করে না বলে জানিয়েছেন পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি। তিনি বলেন, দীর্ঘ দুঃশাসনের পর আজ আমরা মুক্ত হয়েছি। লাল সবুজের পতাকা আজ উড়ছে। এই বিজয় সবার। মানুষ আজ তার অধিকার ফিরে পেয়েছে। তবে এর পেছনে শত শত ছাত্র জনতার প্রাণ বলিদান করতে হয়েছে। আমরা তাদের কোনোদিন ভুলবো না। তবে আওয়ামী লীগ ও আহমদিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ দুঃখজনক ঘটনা। আমরা ছাত্ররা শান্তি শৃঙখলায় বিশ্বাসী। যারা এই কাজটি করছেন তারা মোটেই ভালো কাজ করছেন না। আমরা এর নিন্দা জানাই।
Tags: কেন্দ্রীয়