শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক ছেলে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোর সকালে ওই এলাকার মানুষ ৭/৮ মাস বয়সী এক ছেলে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীকে জানালে সদর থানায় খবর দেন। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tags: শেরপুর