সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“ সবাই মিলে গড়ব দেশে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের অর্থায়ণে বুধবার উপজেলা পরিষদ হলরুমে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বির্তক প্রতিযোগিতায় উপজেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যারয়, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ শিক্ষালয় ও বামনডাঙ্গা শিশু নিকেতন অংশগ্রহণ করে।
এতে সবুজ শিক্ষালয় চ্যাম্পিয়ান এবং বামনডাঙ্গা শিশু নিকেতন রানাস আপ হয়। বির্তক প্রতিযোগিতায় মডাটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ।
বিচারক ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাফর আহমেদ লস্কর ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেন।
সময় নিয়ন্ত্রণ করেন, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, বিশেষ অতিথি দুর্নীত দমন কমিশন সমন্বিত রংপুর জেলার উপসহকারি পরচালক এ কে এম নুরে আলম সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। শেষে বির্তক, রচনা ও কুঁইজ প্রতিযোগীতায় বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
Tags: সুন্দরগঞ্জ