আব্দুল হালিম নিশাণ♦♦
নারায়ণগঞ্জের ভারি শিল্প অঞ্চল এলাকায় সোনারগাঁ থানা অবস্থিত। এ উপজেলার বিশেষ করে কাঁচপুর এলাকায় দেশের বিভিন্ন জেলার লোকজন এসে গার্মেন্টস শিল্পে শ্রমকর্মজীবী হিসেবে কাজের তাগীদে ছুটে আসেন। তেমনি জনসগম বসতিও লাখ লাখ। এতে করে অপরাধের সংখ্যাও এ এলাকায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তেমনি থানার পুলিশ প্রশাসনেরও দিন-রাত অগাধ পরিশ্রম করে যেতে হয়। তারপরও অপরাধীদের পারছেন না অনেক অংশে সামলাতে।
এবার প্রথমত চলে আসি মোবাইল চুরির অপরাধ?
বিশেষ করে সোনারগাঁ থানা এলাকার কাঁচপুর এবং মোগরাপাড়া এলাকায় দিনে দুপুরে মহাসড়ক জুড়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটে থাকে। দিবালোকে প্রকাশ্য বাসের জানালা দিয়ে গাঙচিলের মতো ছোঁ মেরে চোর চক্ররা মোবাইল ছিনতাই করে চোঁখের পলকে পালিয়ে যায়। এবং বাড়ি ঘরের জানালায় ওঁৎ পেতে মোবাইল চুরিরও অহরহ ঘটনার তথ্য পাওয়া গেছে। এধরনের ছিনতাইয়ের কবলে পড়া ভূক্তভোগী অনেক অংশে থানায় জিডি প্রদান করে থাকেন। তেমনি সোনারগাঁ থানা পুলিশের আপ্রাণ সহযোগীতায় শতশত মোবাইল উদ্ধারে প্রশংসায় ভাসছেন ভূক্তভোগী মহল।
জানাগেছে, গত ২৮-১-২৪ তারিখ রবিবার সকাল সাড়ে ১০ টায় কাঁচপুর এলাকার ভাড়াটিয়া মো: ইমান আলীর ছেলে মো: নাজিমের বাসার জানালা দিয়ে দুটি মোবাইল ‘ভিভো ও রেডমি’ চুরি করে নিয়ে পালিয়ে যায়। এমন ঘটনার সূত্র ধরে গত ৩১-১-২৪ তারিখ ভূক্তভোগী নাজিমের পিতা সোনারগাঁ থানায় হাজির হয়ে মোবাইলের “আইএমইআই” নাম্বার উল্লেখ করে একটি জিডি প্রদান করেন। যাহার জিডি নং ১৩১০।
আরও জানাগেছে, এমন জিডি’র তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থানার দক্ষ পুলিশ অফিসার সেরেস্তার মুন্সী এএসআই কল্পনা তাঁর কর্মস্থলের পাশাপাশি মানবিক দৃষ্টিতে, মানব সেবায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। গত বুধবার কাঁচপুর এলাকার সোনাপুর থেকে একটি ‘ভিভো’ মোবাইল উদ্ধার করতে সক্ষম হন দায়িত্বরত পুলিশ অফিসার কল্পনা। তিনি সোনারগাঁ থানায় যোগদান করার পরপরই শতশত মোবাইল উদ্ধার সহ নানা প্রকার সুনাম কুড়িয়েছেন। এতে করে ভূক্তভোগীরাও তাঁর প্রশংসা করছেন মূখেমূখে। সুতরাং পুলিশ জনতা, জনতাই পুলিশ, এ স্লোগানটি তাঁর মধ্য কোন অংশেই কমতি নেই ! তিনি দিন-রাত অগাধ পরিশ্রম করে যাচ্ছেন রাষ্ট্রের মানুষের সেবায়।
এবিষয়ে বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই হওয়া ভূক্তভোগী রাসেল, কাওসার ও আসাদুজ্জামান নূর জানান, ভাই ইতিপূর্বে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বাসের জানালার পাশে কথা বলতে গিয়ে, ছিনতাইকারীরা হঠাৎ করে থাবা দিয়ে মোবাইল নিয়ে চোঁখের পলকে উধাও হয়ে পরেন।
এবিষয়ে ভূক্তভোগী মো: নাজিম সাংবাদিকদের জানান, গত ২৮-১-২৪ তারিখ রবিবার সকাল সাড়ে ১০ টায় কাঁচপুর এলাকার আমার বাসার জানালা দিয়ে দুটি মোবাইল ‘ভিভো ও রেডমি’ সেট চুরি করে নিয়ে পালিয়ে যায়। এমন ঘটনার সূত্র ধরে গত ৩১-১-২৪ তারিখ আমার বাবা সোনারগাঁ থানায় হাজির হয়ে মোবাইলের “আইএমইআই” নাম্বার উল্লেখ করে একটি জিডি প্রদান করেন। যাহার জিডি নং ১৩১০।গতকাল আমার হারানো মোবাইলটি সোনারগাঁ থানার দক্ষ ও সৎ পুলিশ অফিসার এএসআই কল্পনা আমাকে ডেকে নিয়ে আনুষ্ঠানিক ভাবে মোবাইলটি হাতে তুলে দেন।
তিনি আরও বলেন, আমি এতে অনেক খুশি এবং আনন্দিত। হারানো মোবাইল যে উদ্ধার করা যায়, আমার মনের ভিতরে এটা বিশ্বাস ছিল না। অনেকেই শুনেছি মোবাইল হারিয়ে গেলে, থানায় জিডি করে। কিন্তু মোবাইল পায় না। সুতরাং একজন ভালো দক্ষ অফিসার কল্পনা ম্যমের নেতৃত্বে আমার মোবাইলটি বুঝে পেয়েছি।
নাজিম বলেন, এমন দক্ষ পুলিশ অফিসার দেশের প্রতিটি থানায় থাকা দরকার। তাহলে দেশের পুলিশের সুনাম আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে।
এবিষয়ে সোনারগাঁ থানার এএসআই কল্পনা মুঠোফোনে সাংবাদিকদের জানান, ভাই আমার কর্মস্থল যেখানেই হউক। আমি সেখানেই মানুষের কল্যাণের জন্য কাজ করতে অনেক পছন্দ করি। সুতরাং আমি সোনারগাঁ থানায়ও যোগদান করার পরপরই নিজের আরাম আয়েশকে ফেলে রেখে, রাতদিন একটানা শতভাগ পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, জিডি প্রদানকারী ইমান আলীর ছেলে নাজিমের একটি চুরি হওয়া ‘ভিভো’ মোবাইল কাঁচপুর সোনাপুর এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হই। মোবাইলটি ছিল ‘ভিভো ওআই ২১,। ভূক্তভোগী নাজিমের হাতে মোবাইলটি তুলে দেওয়াতে, ছেলেটির চোঁখে মূখে শতভাগ আনন্দ দেখা দিয়েছে তাঁর মধ্যে। তিনি প্রশংসায়ও ভাসছেন আমাদেরকে নিয়ে। এটাই আসলে আমাদের প্রাপ্তির অংশ। কল্পনা বলেন, সাধারন জনগণ আমাদের থেকে ভালো সহযোগীতা নিয়ে, হাসি মূখে বাসায় ফিরতে পারলেই। আমার মনে অনেক তৃপ্তি আসে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, আমাদের যদি কোন পুলিশ কর্মকর্তা ভালো কাজে দৃষ্টান্তস্থাপন তৈরি করতে পারে। তাহলে তাঁদেরকে আমরা খুঁজে তালিকাভুক্তের মধ্যমে অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের জন্য উত্তম পুরস্কার প্রদান করে থাকি। যেমন- সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও ভালো জায়গাতে পোস্টিংয়েরও ব্যবস্থা করে থাকি।