ইফতিয়ার আহমেদ পুলক♦♦
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝীল ৭ নাম্বার রোডস্থ ১২ নাম্বার বাড়ি বিশ্বাস মঞ্জিল নামের একটি ৬ তলা বিল্ডিং গত শনিবার হঠাৎ হেলে পড়ে পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ে চেপে যায়।
এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য চোঁখে পড়ে পার্শ্ববর্তী বসতী লোকজনের মাঝে, তেমনি বেড়েছে এলাকায় হৈচৈ এবং নিরাপত্তাহীনতায় ভূগছেন এলাকাবাসী।
সোমবার (৬ মে) সরেজমিন ঘুরে দেখাগেছে, বিল্ডিংটির মালিক এক সময়ের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আমেরিকান প্রবাসী আলহাজ্ব মো: মহিউদ্দিন বিশ্বাস। মূলত তাঁর ব্যক্তি নামেই বিল্ডিংটির বিশ্বাস মঞ্জিল নামে নামকরণ করা হয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে, বিল্ডিংটি স্থাপিত হয় ১৯৮৮ সালে। তৎকালীন সময়ে কোন প্রকার বিল্ডিং এক্সটাকচার কিংবা রাজউজ অনুমোদন ছিল না। কোন রকমেই ইট-বালু সিমেন্ট দিয়েই নির্মাণ করেছেন ৬ তলা ভবন। এভাবেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন সাধারন ভাড়াটিয়া। নেইকোন বাড়ির মালিকের রক্তের কোন আত্মীয়স্বজন। বিল্ডিংটি এমন হেলে পড়ার দৃশ্য দেখাগেলে, সাধারন ভাড়াটিয়া ২০/৩০ জনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানাগেছে।
এবিষয়ে পার্শ্ববর্তী এক বিল্ডিং মালিক জানান, বিশ্বাস মঞ্জিল ভবনটি একদম অবৈধ। কোন প্রকার রাজউক অনুমোদন নেই ! এমন ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া প্রয়োজন।
বিশ্বাস মঞ্জিল ম্যানেজার লিটন জানান, ভাই আমি এই বিল্ডিংয়ের ম্যানেজার মাত্র ৫ বছর। বিল্ডিংটি রাজউক অনুমোদন আছে কিনা, সঠিক জানি না। তবে বিল্ডিং মালিক আমেরিকান প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসকে বিষয়টি অবহিত করা হবে। এবং এধরনের ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে ভাড়াটিয়াও রাখা সম্ভব না বলে জানান তিনি।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রাজউক কর্মকর্তাদের একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি।
Tags: হিরাঝীলে