ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে অস্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের ভ‚মি নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে নকল নবীশ ও দলিল লেখকদের ভ‚মি রেজিষ্ট্রেশন সম্পর্কিত বিভিন্ন আইন, দক্ষতা বৃদ্ধি, স্ব”ছতা এবং জবাবদিহি জোরদার করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় সমন্বয়ক উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ শাকিব রায়হান এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন অতিথি প্রশিক্ষক জেলার নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার নাফিসা নাওয়াল প্রভা।
এ সময় ঘোড়াঘাট দলিল লেখক কল্যান সমিতির আহবায়ক বিলাস চৌধুরী ও সদস্য সচিব এস এ দুলাল সহ ৫৭ জন দলিল লেখক, ১৯ জন নকল নবীশ ও ১১ জন কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দলিল লেখক কল্যান সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।