শেরপুর প্রতিনিধি♦♦
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে মেম্বার শাহজাহান এক ক্ষুদ্র কৃষকের আবাদি ধান ক্ষেতের উপর দিয়ে। ধান ক্ষেত নষ্ট করে জোরপূর্বক ভাবে ১১ ফিট প্রস্ত রাস্তা বানানোর জন্য ১০০ এর অধিক লোকবল লাগিয়ে অর্ধেক রাস্তার কাজ করে ফেলে। রাস্তার কাজ কিছুটা হলে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হকসহ স্থানীয়রা রাস্তার কাজটি বন্ধ করে দেন।
গত শনিবার সকাল ৯ ঘটিকায় মেম্বার শাহজাহান, মেয়ের স্বামী আবু বক্কর সিদ্দিক, পুত্র শাহিন,শাহজাহান ও কাংশা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে নিয়ে এই অসামাজিক কাজটি করার চেষ্টা করে।
জমির মালিক নুর ইসলাম ও শ্রী রবিন্দ্র কোচ জানান আবু বক্করদের বাড়ি থেকে পশ্চিমে ম্যাপের রাস্তা থাকা সত্যেও মেম্বার শাহজাহান মেয়ের স্বামীর বাড়ির লোকজন যেন আরো স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে তাই অন্যের জমির উপর দিয়ে রাস্তা বানানোর চেষ্টা করে।
মেম্বার শাহজাহান বলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মামুন হোসেন এই রাস্তার নকশা তৈরি করে রাস্তা বানানোর অনুমতি প্রদান করেন।এছাড়াও এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশরাফুল কবির অবগত আছেন।
জমির মালিক নুর ইসলাম, শ্রী রবিন্দ্র কোচ ও স্থানীয়রা বলেন, আবু বকর সিদ্দিকের বাড়ির পশ্চিমে ম্যাপের রাস্তা রয়েছে।
তারপরেও জোরপূর্বক ভাবে আবু বকর সিদ্দিক, শাহিনুর ইসলাম, শাহজাহান সকলে মিলে মেম্বার শাহজাহানের সহযোগিতায় আবাদি জমির রূপনকৃত ধান নষ্ট করে রাস্তা তৈরি করার চেষ্টা করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গতিতে এই কাজটি বন্ধ করে দিয়ে আমাদের ম্যাপের রাস্তাটি মেরামত করে দিলে সবাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।
Tags: ঝিনাইগাতী