প্রকাশ সরকার সুমন♦♦
সামাজিক ও সেবামূলক সংগঠন সবুজ বাংলা মাটি ও মানুষ পররোপকারী সংগঠনের উদ্যোগে আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ (১৭ জানুয়ারি) বুধবার দুপুরে কদমতলী থানার গ্যাস রোড এলাকায় ব্যাংক টাওয়ারের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন বেপারী সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম সেবা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কদমতলী থানা অফিসার্স ইনচার্জ কাজী আবুল কালাম, সংগঠনের সহ-সভাপতি জালাল হোসেন ফারুক, আল আমিন, কোষাধ্যক্ষ তৌফিকুল ইসলাম রনি, সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন সহ সংগঠনে অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ডিএমপির ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রচন্ড এ শীতের মধ্যে শীতার্ত অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়াটা সত্যিই একটি মহৎ কাজ। এভাবে যদি দেশের ধর্নাঢ্য ব্যক্তি ও সামাজিক -সেবামূলক সংগঠনগুলো অসহায় মানুষের দুঃখ কষ্ট লাঘবে এগিয়ে আসেন তাহলে অসহায় শীতার্ত মানুষের দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে।
সংগঠনের সভাপতি আল আমিন বেপারী ও সংগঠনের অন্যান্যরা বলেন, মানব সেবা ও কল্যাণমুখী কাজের ব্রত নিয়ে সরকারিভাবে অনুমোদন নিয়ে আমরা এর সংগঠনের কার্যক্রম শুরু করেছি।
ইতিপূর্বে কম্বল বিতরণ সহ নানাবিধ কল্যাণমুখী কাজ আমরা সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় আজ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ ধরনের সামাজিক ও কল্যাণ মুখী কাজ আমরা সর্বদা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছি।