প্রকাশ সরকার সুমন◊◊
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশিদ মুন্নাকে বিজয়ী করার লক্ষে ৬২ নং ওয়ার্ডে পথসভা করেছে ৬২নং ওয়ার্ড যুবলীগ।
৬২নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ডের যুবলীগ কার্যালয় এর সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
৬২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বিপ্লবের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশিদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের উন্নয়েনর ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগের মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সাংগঠনের শত শত নেতাকর্মী।