প্রকাশ সরকার সুমন◊◊
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনর রশীদ মুন্নাকে বিজয়ী করার লক্ষ্যে রাজধানীর কোনাপাড়ায় পথসভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
গতকাল (২৫ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় কোনাপাড়ার মান্নান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারুনর রশীদ মুন্না।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,দক্ষিণ আ,লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড রফিকুল ইসলাম খান মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য ও কাউন্সিলর শফিকুল ইসলাম দিলু ,৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এ বি এম আরিফ, দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি হারুনর রশীদ, আবু সাঈদ মোল্লা, উপ ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য ,৬৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ,৬৪ নং ওয়ার্ডের সভাপতি আরিফুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক এস এম সোহেল ও ৬৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আওয়ামী লীগ কোন অবৈধ দখলকারী দল নয়। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এ দলটি প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামাত যুদ্ধপরাধী দল। তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা আজ রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বিএনপির জামাত অগ্নি সন্ত্রাসে লিপ্ত হয়ে বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজে লিপ্ত রয়েছে। তাদের রাজনৈতিক কৌশল খুবই খারাপ।
বিএনপি আজ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারেক রহমান লন্ডনে বসে দিবা স্বপ্ন দেখছে। আর তার নেতাকর্মীদের বিপদের দিকে ধাবিত করছে। বিএনপি একটা ভুয়া ভন্ডামির দল। তাদের রাজনীতি করার কোন অধিকার এদেশে নেই।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জ্ঞান বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান শেখ ফজলে শামস পরশ ।