নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
নান্দাইল উপজেলার ১৩নং চর বেতাগর ইউনিয়নের চর কোমর ভাঙ্গা গ্রামে বড় ভাই এর লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) রবিবার সকাল ৭টার সময় চর কোমর ভাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, চর কোমরভাঙ্গা গ্রামের মরহুম কেরামত আলীর বড় ছেলে মোঃ সাদেক মিয়া( ৪৫) তাঁর আপন জেঠাতো ভাই সবুজ মিয়ার লাঠির আঘাতে মারাত্মক আহত হলে। তাঁকে উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সাবিনা জানান, সাত বছর আগে সবুজ মিয়া তাঁদের কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেন। নির্দিষ্ট সময় টাকা পরিশোধ করতে না পেরে দুই কাঠা (২০ শতাংশ) জমি সাদেক মিয়াকে চাষ করে খাওয়ার জন্য টাকা পরিশোধ করে জমি ফেরত নেওয়ার শর্তে দিয়ে দেন।
সবুজ মিয়া টাকা পরিশোধ না করেই গতকাল জমিতে কোদাল কাজ করেন। আজ সকালে সাদেক মিয়া সবুজের কাছে জানতে চান, টাকা না দিয়ে তুমি কেন জমিতে কুদাল কাজ করলে।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজ মিয়া( ৫২) ও তাঁর স্ত্রী নাজমা বেগম ৪৫) তাঁদের হাতে থাকা লাঠি দিয়ে সাদেকের পিঠে এবং পায়ে আঘাত করলে গুরুতর আহত হন।
তাৎক্ষণিক প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ত্রিশালের কাছাকাছি আসতেই মৃত সন্দেহ করে ত্রিশাল উপজেলা হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদেক মিয়া মরহুম কেরামত আলীর চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় সন্তান। সাদেক মিয়া পেশায় একজন সিএনজি চালক তাঁর দুই ছেলে রয়েছে। হত্যাকারী সবুজ মিয়া তারই আপন চাচা আব্দুল মতিন এর ছেলে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাওয়া হইলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।