স্টাফ রিপোর্টারঃ
আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা ফকীর আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, আমি যখন যুবলীগের চেয়ারম্যান সেই সময়ে অত্যন্ত সাহসিকতা ও সততার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ফকীর আবদুর রাজ্জাক। সাংবাদিকতা ও লেখনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে জাতীয় জীবনে এক গভীর শূন্যতা তৈরি হলো।