কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ফ্রান্সে বিশ্বনবীর হযরত মোহাম্মদের (সাঃ)’কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ কেরানীগঞ্জে থানা ওলামা, তলাবা, তৌহিদী জনতা ও মুসুল্লিরা
আজ শুক্রবার জুমা নামাজের পর কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বিআরটিএ গোলচত্বর এলাকায় এসে জড়ো হতে থাকে। এসময় উপস্থিত লাখো মুসুল্লি মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে ফ্রান্সের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এসময় বিআরটিএ গোলচত্বর এলাকা জন সমুদ্রে পরিনত হয়। এছাড়া কদমতলী চত্বর এলাকায়ও ওলামা মাশায়েখ ও সাধারণ মুসল্লীর ব্যানারে বাদ’জুম্মা বিশাল সমাবেশ, মিছিল হয়েছে।
হাসনাবাদ বিআরটিএ সমাবেশে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন মহিউস সুন্নাহ পীরে কামেল মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ ফরিদ (পীর সাহেব আবদুল্লাহপুর)।
এসময় আরো উপস্থিত ছিলেন মুফতি মো. জাকির হোসেন, মুফতি নজরুল ইসলাম তাহের,মাওলানা সারোয়ার আলম কাশেমী।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি আহমাদুল্লাহ, মুফতি আলমগীর হোসেন, মুফতি আবদুল আজিজ, হাফেজ মাওলানা আতাউর রহমান বক্তৃতারা
মহানবীবে কটুক্তি করে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় বিশ্ব মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে এর জন্য ফ্রান্সের রাষ্ট্র পতিকে ক্ষমা চাইতে হবে বলে উপস্থিত বক্তারা দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন,ফ্রান্স রাষ্ট্রপতি বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে।
তিনি ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ করে বলেন, প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন পাঠকরেন। আপনার প্রানের রাসূলকে নিয়ে যে রাষ্ট্র ব্যঙ্গচিত্র তৈরি করে সে আপনার বন্ধু হতে পারেনা, অচিরেই সে রাষ্ট্রের দূতকে প্রত্যাহার করুন। তিনি পররাষ্ট্র মন্ত্রীকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার জন্য ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন না হলে তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।