আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১৩ নভেম্বর অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ফিরোজ কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এসএমসি সভাপতি পারভীন আক্তার,অভিভাবক আলহাজ্ব মমদেল ইসলাম,আশকোর প্রামাণিক ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।
উল্লেখ্য বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায়। আর এ বিদ্যালয়ে এখন অনেক ভালো ভালো শিক্ষক যোগদান করায় এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য এ অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী অভিভাবকরা আগের থেকে এখন আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করে তাদের সন্তানদের এ বিদ্যালয়মুখী করবেন বলে তাদের মতামত পেশ করেন।
বর্তমানে বিদ্যালয়টিতে শিশু শ্রণীতে ১৭,প্রথম শ্রেণীতে ১১,২য় শ্রেণীতে ৬,৩য় শ্রেণীতে ৫,৪র্থ শ্রেণীতে ৭ ও ৫ম শ্রেণীতে ১ জন মিলে মোট ৪৭ জন শিক্ষার্থী লেখাপড়া করছে বলে প্রধান শিক্ষক সাধন কুমার সরকার জানান।