অনলাইন ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসতে পারেন। গত বুধবার ( ২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। এটি নিয়ে আমরা কাজ করছি। আগামী বছর ১৭ মার্চ মুজিববর্ষের সমাপনী উদযাপিত হবে। তিনি আরো বলেন, এছাড়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন। তিনি ঢাকায় তুরস্কের নবনির্মিত মিশনের উদ্বোধন করবেন।
জানা যায়, তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান গতকাল ২০টি ভেন্টিলেটর স্ট্যান্ড সেট, ১০ হাজার এন ৯৫ মাস্ক, ২০টি ভেন্টিলেটর, ২০টি ভেন্টিলেটর আনুষাঙ্গিক সেট, ১০ হাজার কভার অল, ১০ হাজার গাউন, ২০ হাজার ফেস শিল্ড ও পাঁচ হাজার প্রটেকটিভ চশমা হস্তান্তর করেন।