নিজস্ব প্রতিবেদক◊◊
গণতন্ত্রী পার্টির উদ্যোগে আজ ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া হলে “মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণে ঐকবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন,সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক জননেতা আমীর হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির সভপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী। তিনি বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও অর্থনীতি হুমকির মুখে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১৪ দলের নেতৃবৃন্দ, প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, বাসদ এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, ন্যাপ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. জহুরুল ইসলাম ও শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমেদ, এড. ফুয়াদ হোসেন, কমল ঘোষ, শফি রেজা নূর, মিরাজুল ইসলাম, হরিপ্রসাদ মিত্র, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী।
জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, যারা বলতো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তারাও আজকে বাংলাদেশকে নিয়ে আগ্রহী। জাতির জনকের বৈদেশিক নীতির সবার সাথে বন্ধুত্বের নীতি অনুসরণ করাই মূল লক্ষ্য। আজকে আমরা তার কন্যার নেতৃত্বে অর্থনৈতিক সফলতা অর্জন করছি। সে জন্যই বিদেশী শক্তি আজ আমাদের উপর নজর ফেলেছে। চলমান প্রগতির ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক ছাত্রনেতা ও সফল মন্ত্রী কমরেড. রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, আমাদের অহংকার। বঙ্গবন্ধু কৃষক-শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের ডাক দেওয়ায় দল-মত নির্বিশেষে সকলেই মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। আমরা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বিচ্যুতি হওয়ায় আজ নানা অনিয়ম, অবৈধ অর্থ পাচার ও বিশৃঙ্খলা শুরু হয়েছে।
সভাপতি অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ শিকদার মহোদয় সর্বশেষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে দেশের আকাশে বর্তমানে যে কালো মেঘ দেখা যাচ্ছে তা দূর করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণ করতে হলে সকল প্রগতিশীল শক্তিকে ৭১’র চেতনায় ঐক্যের এবং ত্যাগের যে অমিত শক্তি সেটির উপর নির্ভর করে এগোতে হবে। সভাপতি মহোদয় সর্বশেষ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।
Tags: বঙ্গবন্ধু