মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার করে নগদ মোট ১লক্ষ্য ৯০ হাজার টাকা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা।
এ সময় ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার, সাধারণ সম্পাদক জগদীশ চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা অধীর চন্দ্র সরকার, রমেশ সরকার, জগদীশ রায় সহ ৩৮ টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকালে ৬৮,১৩,৯৯,৪৪০ টাকা ব্যয়ে ঘোড়াঘাট-হিলি জাতীয় মহাসড়কের নির্মাণ কাজের উদ্বোধন, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পেরালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগে আক্রান্ত ৩১ জন রোগীর মাঝে ৫০ হাজার করে টাকার অনুদানের চেক ও উপজেলার ৩৮টি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চালের ডিও লেটার সহ নিজ তহবিল থেকে ৫ হাজার করে নগদ টাকা বিতরণ, ও শেষে উপজেলা কৃষি অফিসের ছাদবাগানের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় ইউএনও রফিকুল ইসলাম, এসিল্যান্ড মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।