সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁয়ের মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলামের ওপর হামলার চেষ্টা চালিয়েছে আটক জেলের স্বজনরা।
গত রবিবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন বেগম ও সোনারগাঁও থানা পুলিশের কয়েকজন সদস্য।
জানাযায়, মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জেলেকে আটক করে এক সপ্তাহ করে কারাদণ্ড প্রদানসহ পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ঘটনায় ওই এলাকার জেলে ও তাদের পরিবারে সদস্যরা ক্ষুব্ধ হয়ে অভিযান পরিচালনাকারী দলের উপর টেঁটা বল্লম নিয়ে আক্রমনের চেষ্টা চালায়। এছাড়াও আটক তিন জেলেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, অভিযানের এক পর্যায়ে এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে নৌকা যোগে টেঁটা বল্লম নিয়ে আমাদের উপর আক্রমনের চেষ্টা করে। নিরাপদ দূরত্বে সরে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।