কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ
কেরাণীগঞ্জের পূর্ব আগানগরস্থ প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন কেরানীগঞ্জ বৃহত্তম তৈরি পোষাক পল্লী গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির।
আজ (৩১ আগস্ট) সকালে বৃহস্পতিবার কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: গুদারাঘাট কেরানীগঞ্জ আঞ্চলিক আওয়ামী যুবলীগের আয়োজনে জাতীর জনকের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন।
কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি স্বধীন শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুসলিম ঢালী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুব লীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মীর আসাদ হোসেন টিটু, কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর যুগ্ম সাধারন সম্পাদক মো.তোফাজ্জল হোসেন,কোষাধ্যক্ষ শেখ কাওসার, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.মানিক শেখ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.জহিরুল ইসলাম, যুবলীগ নেতা আতাউর রহমান প্রমুখ।