আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ঘোড়াঘাট উপজেলা কর্মক্ষম, অসহায় ও অসচ্ছল ৬ জন মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও ৩ জনকে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, ওয়্যারহাউজ ইন্সপেক্টর (ঢাকা) সংযুক্ত-ঘোড়াঘাট ফায়ার স্টেশন নিরঞ্জন সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।