আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর♦♦
সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও ৬-১১ মাসের শিশুকে ১টি করে নীল এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রবিবার (১৮ জুন) সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। এ সময়, মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, শাহ মোহাম্মদ আহসান হাবীব, প্রিয়াঙ্ক কুণ্ডু, নুর ই আজমেরী ঝিলিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র চক্রবর্তী, ইপিআই টেকনিশিয়ান আজিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন চলাকালে শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সুত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের মোট ৯৭টি কেন্দ্রে ৬-১১ মাসের ১৩৯৭ জন ও ১২-৫৯ মাসের ১১৮৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬-১১ মাসের ১৩৯৪ জন শিশুকে ১ টি করে নীল রঙের (৯৯.৭৫%) এবং ১২-৫৯ মাসের ১১৭৯৫ জন শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (৯৯.৪৫%) খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পইনে মোট লক্ষ্যমাত্রার শতকরা ৯৯.৫০ ভাগ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। তিনি আরও বলেন, ভিটামিনের অভাবে রাতকানা রোগ ও পুষ্টিহীনতা দেখা দেয়।
Tags: ঘোড়াঘাট