মোঃ মহসিন রেজা রিপন,শরীয়তপুর♦♦
আসন্ন গোসাইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করতে শুরু করেছেন।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গোসাইরহাট পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে এবং ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
বুধবার (১৪ জুন) দুপুরে গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ শাহজাহান দেওয়ান তার মনোনয়নপত্র নির্বাচন অফিসে এসে দাখিল করেন।
এছাড়া পুরুষ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭নং ওয়ার্ডের নুরুল আমীন রাড়ী, ৮ নং ওয়ার্ডের আব্দুস সালাম সরদার ও সংরক্ষিত মহিলা আসনের ৩ নং ওয়ার্ডে হোসনে আর পলি, গোলাপী বেগম সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
গোসাইরহাট নির্বাচন অফিস সূত্রে জানাযায় এ পর্যন্ত মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত নারী আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গোসাইরহাট পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ।
গোসাইরহাট পৌরসভা নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমরা নির্বাচন সংশ্লিষ্ট সকলে শুরু থেকেই কিভাবে এই পৌরসভা নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপহার দিতে পারি সে ব্যাপারে সতর্ক রয়েছি।
উল্লেখ্য, ১৭ জুলাইর গোসাইরহাট পৌরসভায় নির্বাচনের মাধ্যমে প্রশাসনমু্ক্ত হতে যাচ্ছে গোসাইরহাট পৌরসভা। ২০ বছর আগে ১৮ হাজার হাজার ১৩২ জন ভোটারের এই এলাকাটি পৌরসভা হিসেবে গঠিত হয়,গঠনের পর থেকেই প্রশাসন দ্বাড়া পরিচালিত হয়ে আসছিলো এই পৌরসভাটি।