স্নিগ্ধ মেয়ে পরীমনি এখন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় মুখ। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শক মনে ভালোবাসার আসন করে নিয়েছেন। ব্যস্ত আছেন নতুন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় নিয়ে। প্রতিভাবান এই অভিনেত্রীর নতুন পরিচয় জানা গেলো এবার। অভিনেত্রী পরী একজন ছন্দের কবিও। হ্যাঁ, সিনেমায় নয়, বাস্তবেই তিনি এখন কবিতা লিখেন। আর সেটা ফেসবুকে ভক্তদের জন্য শেয়ার করেন।
শুক্রবার সকালে পরীমনি তার ফেসবুক পেইজে একটি কবিতা পোস্ট করেন। আলোকিত সকাল এর পাঠকদের জন্য পরীমনির লিখা কবিতাটি হুবহু তুলে ধরা হলো।
এই আলো যেন কালো
মন মস্তিষ্ক যেথা সন্ধিক্ষণ,
বারেবার লয় পারাবার
হয় হেথা জন চিত্তচেরা রব। তব এই কি বিচক্ষণ!
চল পালাই বলে থামা
রগচাপা বক্ষে মালিশ চলা,
আবার জড়ায় হাহাকার
তবু শানিত অন্তর নেয় নাহি নিস্তার।
পাও কি প্রিয় যা চাও আজও!
ক্লান্ত করো সাদা চোখ
যা পেয়েছো তবে জয় ভাবো তারে
না পাওয়ায় করো ভোগ। যা আমার হয়নারে
যা আমি আসি ছেড়ে
লই না ধুলোভার
উল্লাস বলি তব
আমি উল্লাস বলি তারে
আমি উল্লাস বলি তারে…।