আরিফুজ্জামান আরিফ,ঠাকুরগাঁও∫∫ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে রাতের আধারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিসের জমি দখলের অভিযোগ উঠেছে রুহিয়া থানা প্রেসক্লাব এর বিরুদ্ধে।
শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় রুহিয়া রেলগেটের সামনে এই ঘটনা ঘটে।
রুহিয়া ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সভাপতি মহেশ্বর রায় বলেন, গতকাল (২৯ এপ্রিল) বিকেলে এমপি মহোদয় ডেকেছেন মর্মে রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আমাকে দেখা করতে বলেন। পরক্ষণে আমার যেতে দেরি হওয়ায় তারা এসে আমাদের অফিসের সাইনবোর্ডের সাথে সাইনবোর্ড স্থাপন করেন। পরে আমি দলীয় লোকজনকে কল করলে তারা সবাই এসে রুহিয়া থানা প্রেস ক্লাবের স্থাপিত সাইনবোর্ডটি তুলে ফেলেন। এরপরে প্রভাষক জাহাঙ্গীর তার সংগঠনের সাংবাদিকদের নিয়ে কমিউনিস্ট পার্টির লোকজনের উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন দুই পক্ষকে সরিয়ে নিয়ে যান।
তিনি বলেন, অনেক প্রবীন নেতা কমিউনিস্ট দল করে আসছেন। আমরা যতদিন আছি ততোদিন এই স্মৃতি ধরে রাখবো।
তিনি আরো বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেগ। রুহিয়া থানা প্রেসক্লাবের নেতারা কিভাবে রাতের আধাঁরে জমি দখল করতে আসে। আমরা এমন সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মহেশ্বর বলেন, অফিসের বিষয়ে এমপি মহোদয়ের সাথে কথা হলে তিনি বলেন আমি রুহিয়া থানা প্রেসক্লাব কমিটিকে আগে আপনাদের সাথে কথা বলতে বলেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি জানান, রুহিয়া থানা প্রেসক্লাবকে আর কয়টা অফিস ও জমি লাগবে। ইতিমধ্যে তারা রেলষ্টেশন রাস্তা সংলগ্ন আবাহনী ক্রিয়াচক্রের সাথে রেলের একটি জমি দখল করে আছে। এর পরেও তারা গতকাল রাতে রুহিয়া কমিউনিস্ট পার্টি অফিসটি কিভাবে দখল করতে যায়। আর কতগুলো অফিস লাগবে তাদের?
রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী বলেন, রুহিয়া থানা প্রেসক্লাব কমিটি যখন এমপি মহোদয়ের সাথে কথা বলে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। এমপি মহোদয় বলেছেন আপনারা আগে কমিউনিস্ট পার্টির সাথে কথা বলেন তারা যদি অফিস দিতে ইচ্ছুক তাহলে আপনারা নিবেন।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক কমিউনিস্ট পার্টির অফিস দখল ও সাইনবোর্ড স্থাপন করার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনের কথা হলে তিনি এমপি মহোদয়ের কথাটি এড়িয়ে যান এবং এ বিষয়ে কথা বলতে অনিচ্ছুক বলে জানান।
জানা গেছে, রুহিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক কুদরত আলী ও নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ সহ আরো কয়েকজন বাঁশ দিয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের সাইনবোর্ড টাঙানোর কাজে ব্যাস্ত ছিলো।
এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।