প্রকাশ সরকার সুমন♦♦
ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকালে সারুলিয়া বাজার এলাকায় ওই কর্মসূচীতে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ি কাপড় বিতরণ করা হয়।
ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু ভূঁইয়ার সভাপতিত্বে ও পেয়ার আহম্মেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন,সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুন, ডেমরা থানা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেমরা থানা আওয়ামী লীগ নেতা মো. আরাফাত হোসাইন সুজন, সারুলিয়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, টেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি শহিদ খন্দকার, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম কন্ট্রাক্টর, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল,সাবেক নারী কাউন্সিলর হোসনে আরা শাহীন, ডেমরা থানা এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলী, সাবেক সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দুলাল খাঁন, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মুন্না, মাসুম হাসান রনি, আক্তার হোসেনসহ অনেকে।
ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সারুলিয়ায় সোমবারের এ আয়োজন বলে জানিয়েছেন কামরুল হাসান রিপন।