গাজীপুর প্রতিনিধি◊◊
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, হঠাৎ করে বড় বড় মার্কেটে একযুগে অগ্নিসংযোগের ঘটনাটি উদ্বেগজনক।
মন্ত্রী গতকাল (১৬ এপ্রিল) রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটরিয়ামে ২০২২-২৩ অর্থবছরে আর কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ২য় পর্যায়ে বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী রেজাউল করিম রাসেল ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
পরে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির প্রধানদের হাতে প্রায় ২৭ লক্ষ টাকার চেক ও ২০ বান ঢেউটিন তুলে দেওয়া হয়।