মোঃ মহসিন রেজা,শরীয়তপুর♦♦
শরীয়তপুরে ইতালি প্রবাসী স্বামী জসিম হোসেনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী।
গত ৯ মার্চ, নড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী, নড়িয়া আদালতের, ম্যাজিষ্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহর আদালতে, ইতালি প্রবাসী স্বামী জসিম হোসেনসহ তিনজনকে আসামী করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩)(৭) এর ধারায় মামলা দায়ের করেন নড়িয়া উপজেলার এক ভুক্তভোগী নারী।
আদালত সূত্রে জানা যায়, স্বামী জসিম হোসেন যৌতুকের জন্য তার স্ত্রীকে জিম্মি করে তাদের মধ্যেকার অন্তরঙ্গের মূহুর্তগুলো গোপনে মোবাইলে ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগা-যোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে স্ত্রী তাদের মধ্যেকার সম্পর্কের ইতি টেনে ডিভোর্স করে দেন স্বামীকে ।
মামলা সূত্রে আরও জানা যায়, যে ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে সেই ভিডিও তাদের বিয়ের পরপর সময়ের, স্বামীর চেহারা না দেখা যাওয়ায় স্বামীর পরিবার উল্টো ভুক্তভোগীর বদনাম করছে। এছাড়া ভুক্তভোগীকে ইমো ফোনে ভার্চুয়ালি হুমকি দেওয়া এবং বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে অন্তরঙ্গের ভিডিও পাঠানোর একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানাযায়, ২০২০ সালে নড়িয়া উপজেলার চামটা গ্রামের হোসেন আজিজের ছেলে জসিম হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ভুক্তভোগী নারীর।
এঘটনায় মামলায় বিষয়ে বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজীব বলেন, আসামি জসিম তার স্ত্রী ও শ্বশুরের কাছে ১০ লাখ টাকা যোগাড় করে দিতে বলেন, তানাহলে মোবাইলে ধারণকৃত অন্তরঙ্গের মূহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পরিবারের সবাই নিরাপত্তা হীনতায় রয়েছে।
এদিকে মামলার আসামীদের গ্রেপ্তারের বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আসামী জসিম হোসেন ইতালি থাকেন, তিনি বাংলাদেশে আসলেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো।