ডেমরা প্রতিনিধি♦♦
নাটক হোক দিন বদলের অনুপ্রেরণা এ স্লোগানকে সামনে রেখে অগ্রনী ব্যাংক গাড়ী চালক কর্মচারী সংসদ- সিবিএ বার্ষিক নাটক ’ বহে নিরন্তর ’ মঞ্চস্থ হয়েছে।
সংগঠনের আয়োজনে গতকাল (১৫ মার্চ) বুধবার সন্ধ্যায় সুত্রাপুর লোহারপুল এলাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এ নাটক মঞ্চস্থ হয়।
এটি এ সংগঠনের ১৮তম প্রযোজনা। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রনী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জায়েদ বখত।
অনুষ্ঠান উদ্বোধন করেন অগ্রনী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো: মোরশেদুল কবির।
এ সময়ে বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা পর্ষদের পরিচালক বিশ্বজিৎ ভট্রাচার্য খোকন (এনডিসি), মফিজ উদ্দিন আহমেদ, কাশেম হুমায়ুন, কে,এম,এন মন্জুরুল হক লাভলু, খন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল, মো: শাহাদাৎ হোসেন এফসিএ, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আহবায়ক আব্দুর রব তালুকদার, যুগ্ন- আহবায়ক মোমিন মিয়া, নাট্য সম্পাদক জহিরুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে শাহজাহান কবির এর রচনায় এবং লুৎফর রহমান ভূইয়ার পরিচালনায় গল্প নির্ভর সামাজিক নাটক বহে নিরন্তর মঞ্চস্থ হয়।
এতে অভিনয় করেন সংগঠনের অভিনেতাগন ও মঞ্চ জগতের স্বানামধন্য নারী শিল্পীরা।