আব্দুল হালিম নিশাণ♦♦
সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ‘বাংলাদেশ পঙ্গু অসহায় দরিদ্র বৃদ্ধাশ্রম কেন্দ্র’র, সাংগঠনিক কার্যক্রমের লক্ষে আনুষ্ঠানিক ভাবে গুণিজনদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।
গতকাল (৯ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় ঢাকা-সিলেট রুটস্থ এলাকায় এক কার্যালয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি জহুরা ও সম্পাদক বাচ্চু মিয়া সহ ১৭ জন বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উপজেলা সদ্য কমিটি শাখার সভাপতি জহুরা আক্তার শান্তা সহ অনেকেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে সভা কক্ষে বরণ করে নেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি হাকিম বলেন, আমাদের প্রধান লক্ষ্যে হচ্ছে সাধারণ অসহায়-পঙ্গু-বৃদ্ধাশ্রমকে নিয়ে পাশে দাঁড়ানো। এই সংগঠন হতদরিদ্র মানুষের কথা বলে।
সোনারগাঁ শাখার সভাপতি জহুরা বলেন, আমি আপনাদের সকলের সহযোগীতা পেলে। এই সংগঠনের মাধ্যমে গরিব দু:খী মানুষের পাশে থেকে সহযোগীতা করতে চাই ! কারণ আমি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভাবে বঙ্গবন্ধুর রাজনীতি করি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে সততা’র সাথে চলতে চাই !
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক আজিজুল মাদবর, সহ-সভাপতি নূর ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,কুলছুমারা বেগম,না.গঞ্জ শ্রমিকলীগ নেতা মো: মোজাম্মেল হক ও সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি জহুরা আক্তার শান্তা, সহ-সভাপতি মো: জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ, সহ-সাংগঠনিক আলমগীর, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য- আব্দুল্লাহ,লিখন,সোহাগ,রানা,সে লিনা,রকি,রানা খান ও রাব্বি প্রমূখ।
Tags: সোনারগাঁ