আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন, আসাদুজ্জামান ভুট্টু ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়ন আহমেদ সহ আরও অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য পত্র-৬ ও সংগঠনের সদস্য কবি আব্দুল লতিফ এর “ক্ষণিকের মুসাফির” নামে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, লায়ন রুহুল আমিন, কবি ওয়াসিম আহমেদ শান্ত, আহসানুল হাবিব, কবি আব্দুল হাদী, কবি আবুল কালাম আজাদ, কবি কালীপদ রায়, কবি মোকসেদ আলী, কবি ফিরোজ কবির, কবি মাসুদ রানা, কবি কোহিনূর আক্তার, আম্বিয়া খাতুন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।