নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানীর কমান্ডার জসিম উদ্দিন(পিপিএম) চট্টগ্রামের কৃতি সন্তান। কিন্তু তাঁর কৃতিত্ব শুধুমাত্র চট্রগ্রামের গন্ডীতেই সীমাবদ্ধ নেই। সততা, কর্মদক্ষতা, মেধা ও মননে তিনি ঠাঁই করে নিয়েছেন সাধারন মানুষের মনে। দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যমন্ডিত শিক্ষা জীবনের পরে তিনি যোগদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে। শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে অবিরাম পথচলা, দুষ্টের দমনে নির্ভীক ছুটে চলা। কর্মসুত্রে তিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই তাঁর নিষ্ঠা আর আদর্শের আলোয় আলোকিত করেছেন। তিনি সবসময়ই ব্যক্তিস্বার্থের উর্দ্ধে থেকে দায়িত্ব পালন করেছেন। কর্মের স্বীকৃতি স্বরুপ জসিম উদ্দিন পিপিএম সম্মাননায় ভূষিত হয়েছেন। সফলতার সাথে বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন নারায়ণগঞ্জ র্যাব-১১’র কোম্পানীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানেও তিনি একজন চৌকস অফিসার হিসেবে সুপরিচিত। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার মত কঠিন দায়িত্বটিও তিনি অনায়াসেই পালন করে যাচ্ছে। সম্প্রতি নোয়াখালী বেগমগঞ্জে আলোচিত নারী নির্যাতনের ঘটনার মূল আসামী বাদল ও দেলোয়ারকে গ্রেফতার করে ব্যাপক সুনাম অর্জন করেছেন জসিম উদ্দিন। মাদক, স্বর্ণ চোরাচালান, নকল ষ্ট্যাম্প ও অস্ত্র উদ্ধার সহ প্রতারক চক্র গ্রেফতার, কিশোর গ্যাং দমন ও বিভিন্ন গুরুত্বপূর্ন অপারেশনে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের অধীনে থাকা র্যাব-১১’র প্রতিটি সদস্য তাঁর দেখানো পথে কাজ করে যাচ্ছে এবং বাহিনীর সুনাম বৃদ্ধি করছে। করোনাকালীন সময়েও থেমে নেই তাঁর কর্র্মচাঞ্চল্য। এ সময়ে মাথাচারা দিয়ে উঠা অপরাধীদের দমন, নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর কারখানায় অভিযান প্রতিনিয়ত অব্যাহত রেখেছেন তিনি। শুধুমাত্র নির্ধারিত দায়িত্ব পালনই নয় করোনাকালে অনেক অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েও সহায়তা করেছেন তিনি। এককথায় সর্বগুণে গুনান্বিত র্যাব-১১’র কোম্পানীর কমান্ডার জসিম উদ্দিন একজন আদর্শ কর্মকর্তা যিনি সকল অপরাধীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন অপরাধ দমন এবং অপরাধী নির্মূলে। অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-১১’র কোম্পানীর কমান্ডার জসিম উদ্দিন বলেন, র্যাব-১১’র অধিনায়ক স্যারের দিক নির্দেশনা এবং সফল নেতৃত্বে আমরা প্রতিটি র্যাব সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ নির্মূলে উৎঘাটন করতে আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে।