নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
‘সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠীত করেন।
গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি ও উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধন শেষে সেখান থেকে একটি র্যালি বের হয়ে আদালতপাড়া ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক ছাড়াও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, গণপূর্ত উপ বিভাগ-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী মীর জহুরুল আরেফিন, উপ সহকারী প্রকৌশলী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
প্রসঙ্গত, মানুষের অন্যতম মৌলিক অধিকার আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।