মঞ্জুরুল ইসলাম মঞ্জু,লালমনিরহাট◊◊
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
চামটারহাট উচ্চ বিদ্যালয় মাঠে (১লা জানুয়ারী) শনিবার নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিনটি অনুষ্ঠিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে স্কুলের শিক্ষক -শিক্ষার্থীদের নিয়ে একটি বিশাল র্যালী চামটারহাট বাজার প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুন্নবীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, ইউপি সদস্য শহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (লেবু) সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। উৎসবের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫০ বছর পূর্তি উৎসবটি মূলত এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় ১৫ শত শিক্ষার্থী এ স্কুলে লেখাপড়া করেন।